কুমিল্লার চান্দিনা বাজারের একটি সেমাই ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রোববার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় চান্দিনা বাজারের ধানসিঁড়ি আবাসিক এলাকায় ওই ঘটনা ঘটে।এ সময় একটি বস্তার গোডাউনও পুড়ে যায়। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের ২টি ও কুমিল্লা ফায়ার সার্ভিসের আরো একটি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী সোহেল খান জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে নূর বেকারীর সেমাই কারখানা থেকে আগুনের ধোয়া দেখতে পাই। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দুলাল মিয়ার বস্তার গোডাউনে ছড়িয়ে পড়ে। আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ার শঙ্কায় দোকানিদের মাঝে হাহাকার পরে যায়।
চান্দিনা বাজার বণিক সমিতির সভাপতি এরশাদুল হক ভূইয়া জানান, আবাসিক এলাকায় সেমাই ফ্যাক্টরিতে আগুন লাগার পর আশেপাশের দোকানদার ও বাসা-বাড়ির লোকজন দিশেহার হয়ে মালামাল বের করে আনার চেষ্টা করে। প্রাণ হয়ে অনেক মানুষ বাসা ছেড়ে অন্যত্র সরে যায়। চান্দিনা থানা পুলিশ সহযোগিতা করেন।
চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ জানান, সেমাই ফ্যাক্টরির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে নূর সেমাই ফ্যাক্টরির মালিক কাইয়ূম খান বিষয়টি অস্বীকার করে বলেন, সেমাই ফ্যাক্টরি থেকে নয়, বস্তার গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটে।খবর পেয়ে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ, ওসি শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ, উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সী ঘটনাস্থল পরিদর্শন করেন।