সিলেট নগরীর সুবিদবাজার এলাকার ফাজিল চিশতে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় সজিব ও লুৎফুর নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত নিহত হয়েছেন।
সজিবের বাসা নগরীর বনকলাপাড়ায় ও লুৎফুরের বাড়ি জালালাবাদ থানায় বলে জানিয়েছে পুলিশ।দোরাইস্বামীকে আইআইসিসিআই’র সংবর্ধনা, বসুন্ধরা এমডি পেলেন বেস্ট একসিলেন্স অ্যাওয়ার্ড
সোমবার (১১ জানুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনার পরপরই উত্তেজিত জনতা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন ও ট্রাক ভাঙচুর করেন। পাশাপাশি মিয়া ফাজিলচিস্ত এলাকায় তিনটি ট্রাকে অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ জনতা।