রাঙ্গাবালীতে প্রেমিক প্রেমিকা বিষপানে আত্মহত্যা করেছে।
রাঙ্গাবালীর বড় বাইজদা ইউনিয়নের টুঙ্গিবাড়িয়া গ্রামের জহির প্যাদার ছেলে প্রেমিক রাজিব (১৭) ও রিপনের মেয়ে প্রেমিকা রাবেয়া (১৫) বিষপান করে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (১২জানুয়ারী) সন্ধ্যা ৭ টর দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।পারিবারিক সূত্রে জানা গেছে, তারা দুজনেই একই স্কুলে নবম শ্রেণীর শিক্ষার্থী, দুজনের মধ্যে সম্পর্ক চলছিল।
পরিবার দের মধ্যে জানাজানি হলে তারা এই সম্পর্ক মেনে নেবে না বলে দিলে তারা দুজনই বিষপান করে। এতে তারা অজ্ঞান হয়ে গেলে স্থানীয়রা এদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা: শাকুরুজ্জামান জানান, তাদের আমরা মৃত্যু অবস্থায় পেয়েছি, তারা ধানের বিষ খেয়েছে ধারণা করা হচ্ছে।
কলাপাড়া থানার এসআই আল আমিন জানান, খবর পেয়ে হাসপাতালে এসেছি, পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে।