রংপুরের তারাগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাসের সুপারভাইজার রেজাউল করিম (৫০) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন।
বুধবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হরিরামপুরের কাজী ফার্ম সংলগ্ন রংপুর-সৈয়দপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীরহাট এলাকার বাসিন্দা।
তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মিথিলা পরিবহনের বাসটি ওই এলাকায় পৌঁছে ওভারটেক করার সময় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার রেজাউল করিম মারা যান। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।