পটুয়াখালীর মহিপুর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার পটুয়াখালীর মহিপুর থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ২ বছরের সাজাপ্রাপ্ত মহিপুরের বিপিনপুর গ্রামের লিফটন তালুকদারের স্ত্রী আসমা বেগম, ওয়ারেন্টভুক্ত আসামি কুয়াকাটা পৌরসভার নবীনপুর গ্রামের জয়নুদ্দীন হাওলাদারের ছেলে মোঃ খলিল, একই গ্রামের মৃত আমজেদ হাওলাদারের ছেলে ইয়াকুব হাওলাদার,
ও লতাচাপলী ইউনিয়নের তাহেরপুর গ্রামের আলকাস মুসুল্লীর ছেলে মনির মুসুল্লী কে গ্রেফতার করে মহিপুর থানা পুলিশ।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।