December 27, 2024, 8:53 am

নারী ক্রিকেটে ৩৬ বলে সেঞ্চুরি

অনলাইন ডেস্ক
  • Update Time : Thursday, January 14, 2021,
  • 398 Time View

নারী টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে কম বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন সোফি ডিভাইন। ওয়েলিংটন ব্লেজের হয়ে এক ঘরোয়া ম্যাচে এই ইতিহাস গড়েন নিউজিল্যান্ড অধিনায়ক।জিততে হলে ওয়েলিংটনের লক্ষ্যই ছিল ১২৯ রান। এই কটা রানের ভেতরই ডিভাইন খেলেছেন শত রানের ইনিংস। যদিও এই ডিভাইন মেয়েদের ক্রিকেটের সেরা ব্যাটসম্যানদের একজন।

ওপেনিংয়ে ব্যাট করতে নেমে একপাশ আগলে রেখে হাঁকিয়েছেন একের পর এক বাউন্ডারি, ওভার বাউন্ডারি। ৩৬ বলে এই রেকর্ড করতে লেগেছে ৯টি ছক্কা আর ৭টি বাউন্ডারি। ডিভাইনের ব্যাটে ভর করে ১০ উইকেটের জয় পায় ওয়েলিংটন।

দ্রুততম সেঞ্চুরির দিক থেকে এতদিন এক নম্বরে ছিলেন ওয়েস্ট ইন্ডিজ নারী দলের দিয়েন্দ্রো ডটিনের। ডটিন ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় খেলেন ৩৮ বলে একশ রানের ইনিংস। এখন থেকে এই রেকর্ডের মালিক সোফি ডিভাইন।

ম্যাচ শেষে জানতে পারেন দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা এখন তার। এই জেনে উচ্ছ্বসিত ডিভাইন বলেন, ‘দীর্ঘ দিন খেলার বাইরে থাকায় অনেকটা নার্ভাস ছিলাম। এখন ঠিক আছি। এমন একটা ইনিংস খেলতে পেরে বেশ আনন্দিত। সোফির রেকর্ড গড়া সেঞ্চুরিতে ডানেডিনে টি-টোয়েন্টি সুপার স্ম্যাশ লিগে ওটাগো স্পার্কসকে ১০ উইকেটে হারিয়েছে ওয়েলিংটন। মাত্র ৮.৪ ওভারে ১২৯ তাড়া করে জিতে যায় তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71