December 23, 2024, 6:49 pm

র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প কর্তৃক ভ্রাম্যমান আদালতে এক দোকানীকে অর্থদন্ড

Reporter Name
  • Update Time : Friday, May 8, 2020,
  • 151 Time View

শামীম আহমেদ

র‍্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) ও জেলা প্রশাসন, বরগুনা যৌথ উদ্যোগে অদ্য সকাল আনুমানিক ১০.০০ ঘটিকা হতে দুপুর ০১.০০ ঘটিকা পর্যন্ত বরগুনা সদর এলাকায় অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে মোবাইলের দোকানদার মোঃ শাহজাহান(৩৮), পিতা- মোঃ ইউসুফ আলী, সাং-বাওয়ালঘর, থানা-সদর, জেলা-বরগুনাকে ৫,০০০/- টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নিজাম উদ্দীন, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয় বরগুনা, বাংলাদেশ দন্ড বিধি আইনের ২৬৯ ধারা মোতাবেক অর্থদন্ড প্রদান করেন। উল্লেখ্য, পবিত্র রমজানে নিত্য প্রোয়োজনীয় দ্রব্য মূল্যপর বাজার স্বাভাবিক রাখতে ও সাম্প্রতিক সময়ে মহামারি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ জনসমাগম এড়ানোও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য, মুদি দোকান ও ফার্মেসী ব্যতীত অন্যান্য সকল দোকান পাট বন্ধ রাখার জন্য নির্দশনা প্রদান করা হলেও কিছু কিছু দোকান মালিক এই নিষেধাজ্ঞা অমান্য করে চলছে বিধায় এই অভিযান পরিচালনা করা হয় বল জানিয়ছন পটুয়াখালী ক্যাম্পর কাম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ রইছ উদ্দিন,এছারা তিনি আরও বলেন যে, দেশের মহামারী ভাইরাস করোনা পরিস্থিতি সাভাবিক নাহওয়া পর্যন্ত ও সরকারকে সহযোগিতা করতে সকল ধরনের দূর্নিতী অনিয়ম রুখতে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71