নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৭ টি ইউনিয়নের ১৬০ টি গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে।
শনিবার সকাল ১১ টায় নাটোরের বড়াইগ্রামে নিজ নির্বাচনী এলাকার সুবিধাভোগী ১৬০ টি পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করেন নাটোর-৪ আসনের সাংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা.সিদ্দিকুর রহমান পাটোয়ারী,উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম,বনপড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা সহ ৭ টি ইউনিয়নের চেয়ারম্যান, সরকারী কর্মকর্তা বৃন্দ, আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সূধিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম।
উল্লেখ্য, মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন ৬৬ হাজার ১ শত ৮৯ পরিবারকে একক গৃহ প্রদান করা হয়। শনিবার গণভবন থেকে সারাদেশে একযোগে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী।