অভয়নগরের চলিশিয়া ইউনিয়নের ডুমুরতলা ও হাটবিলা এলাকার সরখোলা গ্রামের একটি ফাঁকা বিলে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মারুফ মোল্যা (২৬) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজন র্যাব সদস্য আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ শতাধিক ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
অভয়নগর থানা সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে র্যাব-৬ এর একটি দল সরখোলার বিলে অভিযান চালায়। এসময় র্যাবের সাথে মাদক ব্যবসায়ীদের সংঘর্ষে ঘটনাস্থলে মারুফ মোল্যাসহ দুই র্যাব সদস্য আহত হয়। আহত মারুফকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়। মারুফ নওয়াপাড়া পৌরসভার বুইকারা গ্রামের ড্রাইভার পাড়ার মোসলেম মোল্যার ছেলে।
র্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল রওশন কবির জানান, সরখোলার নির্জন বিলে ফেন্সিডিল ভাগাভাগির সময় মাদক কারবারীদের সাথে সংঘর্ষে মারুফ নামে একজন নিহত হয়েছে, বাকিরা পালিয়ে গেছে। এ ঘটনায় আহত দুই র্যাব সদস্যকে খুলনা নেভী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।