December 24, 2024, 3:09 am

কুড়িগ্রামে খাবারের দাবিতে সড়ক অবরোধ, ইউএনওর গাড়ি ভাঙচুর

Reporter Name
  • Update Time : Saturday, May 9, 2020,
  • 175 Time View

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের চৌরাস্তায় খাবারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নিয়ে বিক্ষোভকারীদের খাদ্য সহায়তার বিষয়ে আশ্বস্ত করতে গেলে তাদের ওপর চড়াও হয়ে গাড়ি ভাঙচুর করেন বিক্ষুব্ধরা।

শনিবার (৯ মে) সকাল থেকে চার শতাধিক নারী-পুরুষ কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীদের অভিযোগ, সদর উপজেলার কাঠালবাড়ী ইউনিয়ন পরিষদ থেকে বারবার তাদের আইডি কার্ডের ফটোকপি নেওয়া হলেও এখন পর্যন্ত তারা কোনো খাদ্য সহায়তা পাননি।খ খাদ্য সংকটে পড়ে তারা রাস্তায় নেমেছেন।

এ বিষয়ে কাঠালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদওয়ানুল হক দুলাল বলেন, ‘সরকারের বরাদ্দ দেওয়া খাদ্য সামগ্রী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিতরণ করা হয়েছে। তারপরও সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য মর্জিনা বেগম তার এলাকার লোকজনকে রাস্তা অবরোধ করিয়েছেন।’

সদর উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও ময়নুল ইসলাম বলেন, ‘অবরোধের বিষয়ে জানার পর তাদের সাথে কথা বলতে গেলে তারা আমার ওপর চড়াও হয়ে গাড়িতে হামলা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71