সরকারের অনুমতি থাকলেও করোনাভাইরাসের কারণে ঈদের আগে নিউমার্কেট খোলা হবে না।
ঢাকা নিউমার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আশরাফউদ্দিন আহমেদ বাবু এ তথ্য জানিয়েছেন।
শনিবার দুপুরে তিনি বলেন, ‘আমরা আজ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছি। অধিকাংশ ব্যবসায়ী মার্কেট বন্ধের বিষয়ে মতামত দিয়েছেন। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ঈদের আগে নিউমার্কেট খুলবো না।’
আশরাফউদ্দিন আহমেদ বাবু বলেন, ‘ সবার আগে আমরা মানুষ। আমরা চাই, দেশের জনগণ নিরাপদে থাকুক। নিউমার্কেট বন্ধের ফলে যদি আমরা একজন মানুষকে এই করোনার হাত থেকে রক্ষা করতে পারি সেটাই হবে আমাদের বড় পাওয়া। বেঁচে থাকলে ব্যবসা অনেক করা যাবে।’
অন্যান্য মার্কেট বন্ধের বিষয়ে তিনি বলেন, ‘আমি শুনেছি, আনারকলি ও মৌচাক মার্কেট, নুরজাহান সুপার মার্কেট, নিউ নুরজাহান মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি।’
উল্লেখ্য, গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদ উপলক্ষে শর্ত সাপেক্ষে ১০ মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিপণিবিতান ও শপিং মল খোলা রাখা যাবে। আর করোনাভাইরাসের মধ্যেও কেনাকাটা করতে আগ্রহী ক্রেতাদের নিজ এলাকার ২ কিলোমিটারের মধ্যে শপিংমলে কেনাকাটার নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।