December 24, 2024, 2:42 am

র‍্যাব ৮ পটুয়াখালী ক্যাম্প কর্তৃক পটুয়াখালীর বাউফল থেকে হত্যাচেষ্টা মামলার এজাহার নামীয় আসামি গ্রেফতার 

Reporter Name
  • Update Time : Saturday, May 9, 2020,
  • 175 Time View

র‍্যাব৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ০৯/০৫/২০২০ ইং দুপুর আনুমানিক ০২.০০   ঘটিকার সময় পটুয়াখালী জেলার বাউফল থানাধীন বগা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় পলাতক আসামি ও বগা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড মেম্বার মোঃ মিজানুর রহমান মৃধা (৪৫), পিতা- মোঃ মকবুল হোসেন মৃধা, সাং- রাজনগর, থানা-বাউফল, জেলা- পটুয়াখালীকে গ্রেফতার করে।মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ০৩/০৫/২০২০ইং তারিখ সকাল আনুমানিক ১১.৩০ ঘটিকায় জমিতে মুগডাল তুলাকে কেন্দ্র করে অভিযুক্ত ইউ পি মেম্বার মোঃ মিজানুর রহমান মৃধা ও তার লোকজন প্রতিবেশি মোঃ নুরুল ইসলামের স্ত্রী ও বোনকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে তারা মারাত্মক আহত হয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হন। এ সংক্রান্তে নুরুল ইসলাম বাদী হয়ে বাউফল থানায় ইউ পি মেম্বারসহ 0৭ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা সহ শ্লীলতাহানির মামলা করেন এবং অভিযুক্তদের গ্রেফতারে র‍্যাবের সহযোগিতা কামনা করেন।তদপ্রেক্ষিতে র‍্যাব ৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে বগা এলাকায় অভিযান পরিচালনা করে এই মামলার ১ নং আসামি ইউ পি মেম্বার মোঃ মিজানুর রহমান মৃধাকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামিকে বাউফল থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71