December 24, 2024, 2:57 am

পটুয়াখালীতে লকডাউনের অজুহাতে চাঁদাবাজীকালে তিন যুবক আটক

Reporter Name
  • Update Time : Saturday, May 9, 2020,
  • 348 Time View

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

করোনা পরিস্থিতিতে লকডাউন ভঙ্গের অভিযোগে একাধিক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজী কালে তিন যুবককে আটক করে পুলিশে সোর্পদ করা হয়েছে। শনিবার রাতে সদর উপজেলার ইটবাড়িয়া এলাকার কালিচান্না খেয়াঘাটের অপরপ্রান্ত থেকে এই তিন যুবক আটক হয়। এরা হলো-শহরের বড় চৌরাস্তা এলাকার মোহাম্মদ রাহাত(২৫),রিফাত হোসেন(২৩) এবং মেহেদী হাসান(২৫)। তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

ভুক্তভোগীদের বরাদ দিয়ে পুলিশ জানায়-শনিবার সন্ধ্যায় আটককৃত তিন যুবক একটি মটর সাইকেল যোগে শহরতলির এক নং ব্রীজ এলাকায় অবস্থান করে। এসময় করোনা পরিস্থিতিতে জেলা প্রশাসন কর্তৃক দেয়া লকডাউন উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অভিযোগে ওই এলাকায় একাধিক প্রতিষ্ঠান মালিকদের ভয়-ভীতি দেখিয়ে অর্থ আদায় করে। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে ওই তিন যুবক সদর উপজেলার ইটবাড়িয়া এলাকার কালিচান্না খেয়াঘাটের অপরপ্রান্তে অবস্থান করে একই ভাবে অর্থ আদায় করে। এসময় স্থানীয় ব্যবসায়ীরা তাদের পরিচয় জানতে চাইলে তারা কারো কাছে সাংবাদিক, কারো কাছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দেয়।

স্থানীয়দের মোবাইল থেকে ধারন করা একটি ভিডিও ক্লিপে দেখা যায়-তিন যুবক স্থানীয়দের কাছে দাবী করছে-করোনা পরিস্থিতিতে তাদের এ অভিযান চালানোর বৈধতা রয়েছে। পরে স্থানীয়দের সাথে ওই তিন যুবক চ্যালেঞ্জ করলে স্থানীয়রা পটুয়াখালী সদর থানা পুলিশকে অবহিত করে এবং যুবকদের আটক করে রাখে। খবর পেয়ে সদর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত)হুমায়ন কবির ও (অপারেশন)জসিম উদ্দীন ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। এসময় পুলিশ ওই তিন যুবকের কাছ থেকে চাঁদাবাজী করা অন্তত ৫ হাজার টাকা ও ব্যবহৃত একটি মটরসাইকেল জব্দ করে। স্থানীয়দের দেয়া অভিযোগের ভিত্তিত্বে তিন যুবকের বিরুদ্ধে মামলা নিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71