December 27, 2024, 3:22 am

বগুড়ায় গাবতলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ছেলে- বাবা নিহত

নিজেস্ব প্রতিবেদক।
  • Update Time : Wednesday, February 10, 2021,
  • 377 Time View

বগুড়ার গাবতলী উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে বাবা ও ছেলে নিহত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার পেরিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন উপজেলার বাইগুনি গ্রামের জাহিদুল ইসলাম (৬০) ও তাঁর ছেলে মনোয়ার হোসেন মুন্না (২৮)। দুর্ঘটনায় আহত জাহিদুলের স্ত্রী মনোয়ারা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মনোয়ার হোসেন মুন্না ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত সদর থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুন্না তাঁর বাবা-মাকে নিয়ে মোটরসাইকেলে করে বোনের বাড়ি উপজেলার মহিষাবানে যাচ্ছিলেন। সেখানে তাঁরা একটি মেলা দেখতে যাচ্ছিলেন। পেরিরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বৈদ্যুতিক ঘুঁটিতে ধাক্কা খায়।

স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন। মনোয়ারা বেগম চিকিৎসাধীন আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71