December 23, 2024, 7:35 pm

শকুন রক্ষা ও বংশবৃদ্ধির লক্ষ্যে বীরগঞ্জে শকুন পরিচর্যা কেন্দ্র

নিজেস্ব প্রতিবেদক।
  • Update Time : Thursday, February 11, 2021,
  • 490 Time View

শকুন রক্ষা ও বংশবৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সিংড়া জাতীয় উদ্যানে গড়ে তোলা হয়েছে শকুন পরিচর্যা কেন্দ্র। এই কেন্দ্রে বিভিন্ন জেলা থেকে শকুন সংগ্রহ করে নিবিড় পরিচর্যায় রাখা হয়। পরে সবল ও সুস্থ্য হলে তাকে আবার প্রকৃতিতে অবমুক্ত করা হয়। আর  বিলুপ্ত এই পাখি দেখতে  প্রতিদিনই দুর দুরান্ত থেকে আসছেন শতশত দর্শনার্থী।

উত্তরবঙ্গের একমাত্র শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্র গড়ে তোলা হয়েছে দিনাজপুর বীরগঞ্জ উপজেলার সিংড়া জাতীয় উদ্যানে। শকুন রক্ষা এবং বংশ বিস্তারের লক্ষ্যে ৬ বছর আগে বন বিভাগ ও আইইউসিএন বাংলাদেশের যৌথ উদ্যোগে এই কেন্দ্রটি চালু করা হয়।

বিলুপ্ত প্রায় এই শকুন প্রতিবছর শীতের সময় অন্য এলাকা থেকে দিনাজপুরসহ এ অঞ্চলে অসুস্থ বা খাদ্যাভাবে ক্লান্ত অবস্থায় আসে। ঠিকমতো উড়তে না পারায় সেসব শকুনকে উদ্ধার করে এই কেন্দ্রে আনা হয়। আর এসব শকুন দেখতে প্রতিদিনই দুর-দুরান্ত থেকে আসছেন অনেকে।

সংশ্লিস্টরা জানান, প্রতি বছরের মার্চ-এপ্রিলের দিকে এসব শকুন ছেড়ে দেওয়া হয়। এ বছর ২১টি শকুন ছেড়ে দেওয়া হবে। গত বছরের এপ্রিলে ১৩টি শকুন সুস্থ অবস্থায় প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71