একটি গ্রামকে আদর্শ গ্রামে রুপান্তর করার লক্ষ্যে মানবসেবার ব্রত হয়ে কাজ করে যাচ্ছে সামাজিক ও মানবিক সংগঠন কেশেরা মানব সেবা সংস্থা।
চান্দিনা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত কেশেরা গ্রামের প্রবাসী ও দেশী সকল পেশার মানুষের সমন্বয়ে এবং কেশেরা সমাজ কল্যান সংস্থা ও কেশেরা জনকল্যান পরিষদ বিলুপ্তির মাধ্যমে গঠিত ‘কেশেরা মানবসেবা সংস্থা’ এর আনুষ্ঠানিক যাত্রা সেই সাথে সংস্থার শুভ উদ্বোধন অনু্ষ্ঠান অনু্ষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে কেশেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত সংস্থার শুভ সূচনা অনু্ষ্ঠিত হয়।
এতে কেশেরা সচেতন নাগরিক সমাজ কর্তৃক আয়োজিত ও সংস্থার অন্যতম সদস্য শওকত আলী খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান দর্জি,আলোচক আবদুল মান্নান মাস্টার,মোখলেছুর রহমান মেম্বার,আবদুল খালেক সরকার, হাজী আবদুল কুদ্দুস,জমিজ উদ্দিন ভুইয়া,মাওলানা ইলিয়াছ,নুরুল ইসলাম পারভেজ,জসিম উদ্দিন সরকার,মফিজুল ইসলাম মফু,আফাজউদ্দিন ব্যাপারি,সফিউল্লাহ সিকদার,ইন্জিনিয়ার সাইফুল ইসলাম,সাহাবউদ্দিন ইব্রাহীম ভুইয়া, নাজমুল হাসানসহ সংস্থার বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুুখ।
অনুষ্ঠানে বিশেষ ব্যবস্থাপনায় ভার্চুয়াল বক্তব্য প্রদানে প্রবাসী ছালাউদ্দিন,মাইনুদ্দিন সরকার, মহিউদ্দিন ভুইয়া,মামুনুল হক মামুন, মহিউদ্দিন শিকদার, ফারুক আহমেদ ও ইউসুফ ভুইয়া জানান- মানবসেবার জন্য তাদের অর্জিত টাকা অসহায় দরিদ্রের মাঝে বিলিয়ে দিতে পেরে নিজেদের ধন্য মনে করেন এবং দুটো মানবতার প্লাটফর্মকে এক ফ্রেমে আনতে পারায় আয়োজকদের ধন্যবাদ জানান।সেই সাথে সংস্থার সকল সদস্যদের ভুয়সী প্রশংসা করেন।
বক্তব্য শেষে অতিথিরা আনুষ্ঠানিকভাবে নবগঠিত সভাপতি হিসেবে বাহরাইন প্রবাসী ইউসুফ ভুইয়া এবং লন্ডন প্রবাসী ইব্রাহীম খলিল রাজিব দর্জিকে সাধারন সম্পাদক হিসেবে ঘোষনা করেন।