December 24, 2024, 1:25 am

গলাচিপায় আওয়ামীলীগ পরিবারের ত্রাণ বিতরণ

Reporter Name
  • Update Time : Wednesday, May 13, 2020,
  • 207 Time View

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

করোনা ভাইরাসের শুরু থেকেই পটুয়াখালীর গলাচিপা ও দশমিনায় এ্যাডভোকেট মু: ফখরুল ইসলাম মুকুল ত্রান বিতরণ করে চলছেন. তিনি উপজেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট মু: আখতার – উজ- জামানের ছেলে. তার মা রেনু আখতার গলাচিপা উপজেলা আওয়ামীলীগের সাবেক মহিলা সম্পাদিকা ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ছিলেন. মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গলাচিপা ও দশমিনায় হত দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মাঝে মাস্ক, সাবান, হ্যান্ড গ্লোভস, খাদ্য সামগ্রী বিতরণ করে চলছেন। আজ ১৩মে ৫শত জনের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। বুধবার দুপুরে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে ত্রান সামগ্রী তুলে দেন. এ্যাডভোকেট মো. ফখরুল ইসলাম মুকুল এর নিজস্ব উদ্যোগ ও অর্থয়ানে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের বর্তমান আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মো: সিদ্দিকুর রহমান ও যুবলীগের বেশ কিছু নেতা, পৌর কাউন্সিলর গোলাম সরোয়ার আখিসহ ইউনিয়ন আ’লীগ নেতা বিশ^জিৎ রায়, হানিফ গাজী, আমির হোসেন মল্লিক, আরও উপস্হিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শরীফ আহম্মেদ আসিফ ও সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন প্রমুখ। ৫শত জন অসহায়ের প্রত্যেককে ৫কেজি চাল, ২কেজি আলু, ১কেজি ডাল ও ৫০০ গ্রাম তেল দেয়া হয়। এ বিষয়ে উপজেলা আ’লীগ নেতা এ্যাডভোকেট মো. আক্তারুজ্জামান বলেন, জীবনের প্রথম থেকে বঙ্গবন্ধুর আদর্শে বড় হয়ে এখনও কাজ করে যাচ্ছি। আমি দীর্ঘ ১৭ বছর ডাকুয়া ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ছিলাম। আমি উপজেলা আ’লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ছিলাম। এখন উপজেলা আ’লীগের সদস্য পদে আছি। আমি জননেত্রী শেখ হাসিনার ভীশন ও মিশন বাস্তবায়নের লক্ষ্যে করোনা ভাইরাসের এ ক্রান্তিকালে জন মানুষের কথা চিন্তা করে গলাচিপা দশমিনার হত দরিদ্রদের মাঝে আমাদের এ প্রয়াস। আমরা করোনা ভাইরাসের শুরু থেকে ত্রাণ দিচ্ছি এবং আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে. তার ছেলে এ্যাডভোকেট মো. ফখরুল ইসলাম মুকুল জানান, অসহায় ও হত দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71