December 28, 2024, 5:48 pm

পটুয়াখালীতে মেয়র কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

মোস্তাফিজুর রহমান বেল্লাল পটুয়াখালী প্রতিনিধি :
  • Update Time : Saturday, February 13, 2021,
  • 477 Time View

মুজিববর্ষে স্বাস্থ্য বিধি মেনে চলো, ক্রিকেট মাঠে সবাই যাই, মেয়র কাপ টুর্নমেন্ট ব্যাটে বলে হবে লড়াই, মুজিববর্ষে মেয়র কাপ ক্রিকেট উৎসব আয়োজন, ব্যাটে বলে বিজয় লড়াই উপভোগের আমন্ত্রণ, টি-২০ মেয়র কাপ ব্যাট বলে ছন্দ গান, উৎসব আনন্দ আর ক্রিকেটের জয়গান এ সব শ্লোগান নিয়ে পটুয়াখালীতে মাসব্যাপী মেয়র কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২১ শুরু হয়েছে।

আজ ১৩ ফেব্রুয়ারী শনিবার সকাল ১০টায় মরহুম কাজী আবুল কাশেম স্টেডিয়াম মাঠে জাতীয় পতাকা, বেলুন ফেস্টুন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মাসব্যাপি মেয়র কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।

মেয়র কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদের সভাপতিতে ও টুর্ণামেন্টের আহ্বায়ক কাউন্সিলর কাজল বরণ দাসের সম্মেলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ার ও প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী।

টি-২০ মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট খেলায় পটুয়াখালী, ঢাকা, বরিশাল, নারায়নগঞ্জসহ বিভিন্ন জেলার ১৬টি দল ৪টি গ্রুপে ১৩ ফেব্রুয়ারী থেকে শুরু হয়ে আগামী ৭ মার্চ ফাইনাল খেলা জমকালো অনুষ্ঠানের আয়োজনে টুর্ণামেন্ট সম্পন্ন হবে বলে জানান মেয়র মহিউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক জালাল আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক আবুল হোসেন তালুকদার, প্রজন্ম আহসান হাবীব খান স্মৃতি সংসদের পৃষ্ঠপোষক জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপিকা খায়রুন নাহার লাকী, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আ.ন.ম আমিনুল হক মামুন, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক এড.সাইফুল আহসান কচিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদি ও সংগঠকবৃন্দ।

উদ্বোধনী খেলায় প্রজন্ম আহসান হাবীব খান স্মৃতি সংসদ ৪৮ রানে জয়লাভ করে। এ দলের তাহাসান ৩২ বল খেলে সর্বোচ্চ ৪৯ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে। টসে জিতে প্রজন্ম আহসান হাবীব খান স্মৃতি সংসদ র‌্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬০ রান করে। জবাবে ফেয়ার পেলে ক্রিকেট একাডেমী ভোলা দল ৯ উইকেট হারিয়ে ২০ ওভারে ১১২ রান করে। ভোলা দলের হাফিজ ৪০ বলে ৪২ রান করে। আম্পায়ারের দায়িত্ব পালন করেন মোঃ নজরুল ইসলাম ও জাহিদুল ইসলাম জাহিদ। ম্যাচ কমিশনারের দায়িত্ব ছিলেন ইরতেজা হাসান ও মারুফ হাসান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71