ইন্টারনেটে অনেক বই টাকা ছাড়াই সহজে মেলে। তাই তরুণদের অনেকেই ইন্টারনেটেই বই পড়তে আগ্রহী। কিন্তু সাদা কালো অক্ষর আর নতুন বইয়ের ঘ্রাণে যে আবেশ তা ই-বুক বা ইন্টারনেটের বই পড়ে আসে না বলে মনে করেন বাংলা একাডেমীর মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী।
তাই যেভাবেই হোক তরুণদের কাগুজে বই পড়তে আগ্রহী করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহবান জানান তিনি।
বইপ্রেমীরা যেভাবেই হোক বই পড়তে ভালোবাসেন। লাইব্রেরীতে গিয়ে, কারও কাছ থেকে বই ধার করে কিংবা কিনে বই পড়েন তারা। তবে যুগ পাল্টেছে। ইন্টারনেট আরও সহজ করে দিয়েছে বই পড়াকে। বিনে পয়সায় ঘরে বসেই বই মিলছে হাতের মুঠোয়। তবে সব বই নয়।
ই-বুক অনেক এগিয়ে দিয়েছে আমাদের। কিন্তু একটা সময়ে পাঠকরা আবার কাগুজে বইয়েই ফিরতে চান বলে মনে করেন বাংলা একাডেমীর মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী।
তিনি আরও বলেন, ভালো মানের বই সহজলভ্য করতে এগিয়ে আসতে হবে সরকারকেও। লাইব্রেরীর সংখ্যা বাড়াতে হবে। বাড়াতে হবে মানও।