মেহেরপুরে এবার শীতের নানান জাতের সবজির ভালো ফলন হয়েছে। উৎপাদনও হয়েছে বেশি। তবে, বাজারের নায্য দাম না পাওয়ায় লোকসানের দাবি করেছেন চাষিরা।
এবার শীতের আগাম সবজিতে দাম ভালো পাওয়ায় মেহেরপুরের চাষীরা বেশি জমিতে সবজির চাষ করে। আবহাওয়া ভালো থাকায় উৎপাদনও ভালো হয়েছে। কৃষকের মাঠ জুড়ে বেগুন, মূলা, ফুলকপি, বাধাকপি, লালশাক, শিম, লাউ, বরবটি, মটরসুটি, ব্রুকলি সহ নানা জাতের সবজির সমারোহ দেখা যায়।
কিন্তু চাষীরা বলছেন- ভাল ফলন হওয়ায় এবার সবজি বিক্রি করে চাষীর উৎপাদন খরচও উঠছে না। শীতের আগাম সবজিতে লাভ হলেও শীতের সবজিতে এবার তাদের লোকসান গুণতে হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় বাজারে সবজির দাম কম। লোকসানের হাত থেকে চাষীকে বাঁচাতে মাঠ পর্যায়ে চাষীদের বিভিন্ন পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ।
কৃষি বিভাগের হিসেবে এবার মেহেরপুর জেলায় ৪ হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়েছে।