পঞ্চম ধাপের ভোলা পৌর নির্বাচনে প্রচারনা চলাকালে আজ মঙ্গলবার সকালে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শওকত হেসেন ও আসাদ হোসেন জুম্মানের কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়াসহ ব্যাপক সংর্ঘষ হয়েছে।
ভাংচুর করা হয়েছে নির্বাচনী অফিস ও বসত বাড়ি। এসময় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহতদের মধ্যে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, ভোলা পৌর ৪নং ওয়ার্ডে আলীয় মাদ্রাসা সড়কে আসাদ হোসেন জুম্মানের প্রচারনা চলছিলো। এ সময় তার প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী শওকত হেসেনের নেতাকর্মীদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া পাল্টা হয়।
কাউন্সিলর প্রার্থী আসাদ হোসেন জুম্মান অভিযোগ করেন,তার নির্বাচনী অফিস ও কর্মীদের বাড়িতে হামলা চালিয়ে কাউন্সিলর প্রার্থী শওকত হেসেনের কর্মীরা ভাংচুর করে।
অপর দিকে কাউন্সিলর প্রার্থী আসাদ হোসেন জুম্মানের কর্মীরা কাউন্সিলর প্রার্থী শওকত হেসেনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে।
এ সময় উভয় পক্ষের অন্তত ১৫জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।