December 24, 2024, 2:17 am

চট্টগ্রামে হতদরিদ্রদের পাশে সেনাবাহিনী।

Reporter Name
  • Update Time : Wednesday, May 13, 2020,
  • 233 Time View

ডেস্ক রিপোর্ট

সারাদেশেে মহামারী নোভেল করোনা ভাইরাসে মানুষ যখন ঘরবন্দী এবংবিভিন্ন সেবা দিতে পুলিশ সদস্য যখন মাঠে, সেনাবাহিনীও ঝুঁকিনিয়ে নিজের জীবন উৎসর্গ করে দিয়ে কাজকরে যাচ্ছে মাঠে অনাবরত সেনাসদ্যরা ।

যানাযায়, অদ্য ১৩ মে রোজ বুধবার সকাল আনুমানিক ১১ঘটিকার সময় বৃত্তমর চট্টগ্রামে ৩৯ বীর আলীকদম সেনানিবাসের মেজর মহিউদ্দিনের নেত্রীতে কর্মহীন হতদরিদ্রদের ঘড়ে ঘড়ে পৌছে দেন ত্রাণ সামগ্রী।

এসময় মোট ৩০০ ব্যাগ এান বিতরন করেন মেজর মহিউদ্দিনের নেতৃত্বে। মেজর হল উইনিট হল, ৩৯ বীর আলীকদম সেনানিবাস। বান্দরবন। ত্রাণ বিতরন এলাকা চট্রগ্রাম জেলা সাতকানিয়া থানা,এওচিয়া গ্রামে ১৫০ ও সাতকানিয়া থানাধিন জোট পুকুর এলাকায় ১৫০ মোট ৩০০ ব্যাগ এান বিতরন করা হয় জোটপুকুর এলাকার বাসিন্দা মোহাম্মদ কাদের (৭৫) বলেন হে আল্লাহ রাব্বুল আলামীন এই মহামারী করোনা ভাইরাস এর মধ্যে খোঁজখবর নিয়ে আমাদের জন্য খাবার নিয়ে এসেছে তাদেরকে আপনি হেফাজতে রাখুন আমিন।

উক্ত এান বিতরনের সময় উপস্থিত ছিলেন মেজর মহিউদ্দিন সহ ৩৯ বীর সেনাসদ্যরা।

এসময় সেনাকর্মকর্তা মেজর মহিউদ্দীন বলেন,সকলের ঘড়ে এভাবেই এান সামগ্রী পৌছে যাবে। আপনি বাচুন পরিবারকে বাচান, দেশকে বাচান সামাজিক দুরত্ব বজায় রাখুন প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির হবেন না এমনটাই আশাব্যক্ত করেন করোনা বিস্তার রোধে সকলকে সর্তক থাকার আহব্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71