গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ সংহারি করোনা ভাইরাসে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়াল ২৯৮ জনে। মৃতদের মধ্যে
এ সময়ে করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন ১২০২ জন। এ নিয়ে আক্রান্ত বেড়ে দাঁড়াল ২০ হাজার ৬৫ জনে।
আজ শুক্রবার (১৫ মে) দুপুর ২টা ৩০ মিনিটে দেশের কোভিড–১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়।
সেখানে ভিডিও কনফারেন্সে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।