December 23, 2024, 3:37 pm

বান্দরবানে বেতনের টাকায় ৭০ কৃষককে খাদ্য সামগ্রী

Reporter Name
  • Update Time : Friday, May 15, 2020,
  • 271 Time View

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান জেলা শহরে রেইচা থলিপাড়ায় ৩৫ জন চাকরিজীবী নিজেদের বেতনের টাকায় এলাকায় অসহায় কর্মহীন হয়ে পরা ৭০টি কৃষক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ।

শুক্রবার (১৫ মে) দুপুরে বান্দরবান সদরের রেইচা থলিপাড়ায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন এলাকার চাকুরিজীবীদের প্রতিনিধিরা।

এসময় বক্তারা করোনা রোগ সম্পর্কে এবং এই রোগের সংক্রমণ থেকে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলে কিভাবে প্রতিকার পাওয়া যাবে তা নিয়ে সচেতনতামুলক আলোচনা করেন।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাচ প্রæ মারমা সাবু, চাকুরিজীবিদের প্রতিনিধি ক্যবুহ্রী মারমা সহ এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা।

স্থানীয়রা জানান, রেইচা থলি পাড়ায় ১৫২ টি পরিবারের অধিকাংশরা কৃষি নির্ভর খেটে-খাওয়া মানুষ। বর্তমানে এপাড়ার প্রায় ৩৫-৪০জন পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, শিক্ষক, ব্যাংক ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি হিসেবে কর্মরত আছেন।

চাকুরিজীবিদের প্রতিনিধি ক্যবুহ্রী (ক্যবুরি) মারমা জানান, আমাদের এলাকার বেশিরভাগ মানুষ কৃষক । করোনার কারণে এলাকার অনেক খেটে খাওয়া কৃষক কর্মহীন হয়ে পরায় খুবই কষ্টের মধ্যে জীবনযাপন করছে। তাই আমরা নিজেদের এলাকায় কিছু কর্মহীন অসহায় মানুষের সহায়তা করছি।

এভাবে প্রত্যেক এলাকার চাকরিজীবী ও বিত্তবানদের নিজ নিজ এলাকায় কর্মহীন অসহায়দের পাশে দাড়াঁনোর অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71