December 24, 2024, 5:02 pm

প্রতিবন্ধী ছোট ভাইকে উত্তপ্ত কড়াই বড় ভাইয়ের প্রতিবাদ একপর্যায়ে খুন

Reporter Name
  • Update Time : Friday, May 15, 2020,
  • 190 Time View

পটুয়াখালীতে প্রতিবন্ধী ভাইকে নির্যাতনের ঘটনায় বড়ভাই জিজ্ঞাসা করতে এবং প্রতিবাদ করায় রুবেল চৌকিদার (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) বিকেলে কালিকাপুর ইউনিয়নের মুচিরপোল এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মৃত রুবেল চৌকিদার কালিকাপুর ইউনিয়নের পূর্ব শারিকখালী এলাকার ফারুক চৌকিদারের ছেলে।

অত্র এলাকার একাধিক স্থানীয় ব্যক্তিরা বলেন রুবেলের প্রতিবন্ধী ভাইকে জুয়েল চৌকিদারকে মারধর করা হলে প্রতিবন্ধীর বড় ভাই রুবেল জিজ্ঞাসা করতে যান। এতে প্রতিপক্ষ ফিরোজ ও তার দলবল ক্ষিপ্ত হয়ে রুবেলকে মারধর করে। তখন রুবেলের মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি আক্তার মোর্শেদ বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানা নিয়ে আসা হয়েছে। অভিযুক্ত ফিরোজও পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকেও পুলিশি নজরদারিতে রাখা হয়েছে। তবে অত্র এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71