December 24, 2024, 5:00 pm

বরগুনায় সরকারি আইন মানছেন না, অতঃপর মোবাইল কোর্টে জরিমানা

Reporter Name
  • Update Time : Saturday, May 16, 2020,
  • 133 Time View

এম.এস রিয়াদঃ

নির্ধারিত সময় ব্যাতিরেকে দোকানপাট খোলা রাখা, ফুটপাথ দখল ও সামাজিক দুরত্বতা বজায় না রাখার দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকী।

এসময় সরকার ঘোষিত আইন ও স্বাস্থ্যবিধি এবং জেলা প্রশাসক কার্যালয়ের দেয়া নোটিশে উল্লেখিত নির্ধারিত সময়ের আগেই দোকানপাট খোলা রাখা, ফুটপাথ দখল করে কেনাবেচা করা ও সামাজিক দুরত্বতা বজায় না রাখার দায়ে আবুল হোসেন ঈদগাহ মাঠ সংলগ্ন মুদি দোকান ও আরৎদারদের মোট বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট চলাকালীন নৌবাহিনীর বরগুনা কন্টিনজেন্ট এর লেফটেন্যান্ট কমান্ডার খোরশেদ এর নেতৃত্বে একটি টিম আইন-শৃঙ্খলা ও সামাজিক দুরত্বতা নিশ্চিতে কাজ করেন। পাশাপাশি পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকী সকলের উদ্দেশ্যে সরকার তথা স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দুরত্বতা ও নির্ধারিত সময় মেনে ক্রয়-বিক্রয় করতে আহ্বান জানান। সেই সাথে নিজেকে ও নিজের পরিবার তথা দেশকে রক্ষা করতে সকল ধরণের নিয়ম-কানুন মেনে চলতে বিশেষভাবে অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71