মাত্র চার বছর সানজানা সরকার রিয়ার শোবিজে আগমণের। এই অল্প সময়ে কাজ করেছেন হাতে গোনা কয়েকটি বিজ্ঞাপন, শর্টফিল্ম, সিরিয়াল ও একঘণ্টার নাটকে। কিন্তু দর্শকদের মনে একটা জায়গা করেে নিয়েছেন নতুন প্রজন্মের এই মডেল অভিনেত্রী।
নতুন প্রজন্মের এই অভিনেত্রী অন্য আর দশজন অভিনেত্রীর মত সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। প্রতিনিয়ত নিত্য নতুন স্টাইলের ছবি শেয়ার করে দর্শকদের কাছাকাছি থাকছেন। তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় অল্প কাজ দিয়েও তুলনামূলক বেশ পরিচিতি পেয়েছেন রিয়া।
এই প্রসঙ্গে রিয়া বলছেন কাজ নিয়ে আমি আগাচ্ছি কচ্ছপ গতিতে। দর্শকরা কেন তাকে নিয়ে মাতামাতি করেন তারও একটা ব্যাখা দিয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেছেন, আমার ‘কিউটনেসই’ দর্শকদের কাছে ভালো লাগার কারণ।
প্রতিনিয়ত দর্শক জানতে চান, আমি স্ক্রিনে যেমন বাস্তবে তেমন কিনা! দর্শকদের কৌতূহলের শেষ নেই।
রিয়া বলেন, আমি সংখ্যার চেয়ে মানে বিশ্বাসী। সেজন্য কাজও করি খুব কম। এখন পর্যন্ত আমার নিজের কাছে কোনো কাজ দেখে নিজেকে খারাপ লাগেনি।
বিশ্ব ভালোবাসা দিবসে কাজল আরেফিন অমির পরিচালনায় ‘প্রপোজ ২’ শর্টফিল্মে কাজ করেছেন রিয়া। যেটি ১৭ লাখের বেশি দর্শক উপভোগ করেছেন। এছাড়া নির্মাতা অমির ‘ফিমেল’ নাটকেও ছিলেন রিয়া। যে নাটকটি ভালোবাসা দিবসে অন্যতম আলোচিত প্রোডাকশন। মাত্র তিন সপ্তাহে নাটকটি ৭২ লাখের বেশি দর্শক ইউটিউব থেকে উপভোগ করেছেন।
হালের জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’-এও রিয়ার উপস্থিতি পরিচিতি এনে দিয়েছে। তিনি ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ২ থেকে এন্ট্রি নেন। এ নাটকে রিয়া নাম ভূমিকায় অভিনয় করেন। তার আগে রিয়া ছিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ টিমের উদ্যোগে বানানো ‘ব্যাচেলর ঈদ’ নাটকে। রিয়া বলেন, সেই নাটক থেকে দর্শক বলতে থাকে আমার কিউটনেস তাদের ভালো লাগে।