ওমানপ্রবাসী মো. নুর ইসলাম নুরু (৩০) ওমানে থাকা অবস্থায় মারিয়া আক্তারকে বিয়ে করেন। কিন্তু স্ত্রী থাকা অবস্থায় প্রবাসী নুরুর সাথে সম্পর্ক হয় ফরিদপুরের শান্তি আক্তারের। যা একসময়ে প্রেম থেকে বিয়েতে রুপ নেয়। এদিকে প্রথম বিয়ের তথ্য গোপণ করে দ্বিতীয় বিয়ে করার কারণে দ্বিতীয় স্ত্রী এসে উপস্থিত হন প্রথম স্ত্রীর বাড়িতে!
সোমবার (১৫ মার্চ) দিবাগত রাত ২টার দিকে মাদারীপুর সদর উপজেলার হাজির হাওলা ২ নম্বর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ওই ব্যক্তিকে আটক করে মাদারীপুর সদর মডেল থানার পুলিশ।
অভিযুক্ত ওমানপ্রবাসী মো. নুর ইসলাম নুরু (৩০) কালকিনি ডাসার থানার বোতলা এলাকার মৃত ছেকান শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে মো. নুর ইসলাম সদর উপজেলার হাজির হাওলা ২ নম্বর ব্রিজ এলাকার বাসিন্দা মাসুদ সরদারের মেয়ে মারিয়া আক্তারকে ওমান থাকা অবস্থায় ভিডিও কলের মাধ্যমে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর নুর দেশে এসে আত্মীয়স্বজনকে নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন।
বেশ কিছুদিন পর ফরিদপুর জেলার কোতোয়ালি থানার চররশিপুর এলাকার বাসিন্দা রহিম উদ্দিনের মেয়ে শান্তি আক্তারের সাথে নুরের পরিচয় হয়। এর পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়। তবে নুর আগের বিয়ের তথ্য ও তার স্থায়ী ঠিকানা শান্তি আক্তারের কাছে গোপন করেন। কিছুদিন পর নুর ইসলামের প্রথম বিয়ের তথ্য জেনে যান শান্তি আক্তার।
সোমবার (১৫ মার্চ) রাতে নুর ইসলামের প্রথম স্ত্রীর বাসায় এসে হাজির হন সেই শান্তি আক্তার। পরে স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে নুর ইসলামকে আটক করে পুলিশ।