নিজেস্ব প্রতিবেদক।
পটুয়াখালীতে সুচনা লগ্ন থেকে র্যাব-৮, সিপিসি-১, এর কার্যক্রমে ইতিমধ্যে বিভিন্ন মহলে প্রসংশা কুরিয়ে নিয়েছেন, সেই সাথে পটুয়াখালী বাসির আস্থা কুরিয়েনিতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী এ বাহিনীর সকল সদস্যরা,
এদের গোয়েন্দা নজরদারি অনেকটা প্রখর হওয়ার কারনে এরিয়ে পারছেনা বিভিন্ন অপরাধীরা,বিশেষ করে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প এর দায়ীত্ব প্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন, যিনি গোটা দক্ষিণ অঞ্চলের আস্থার প্রতিক,তিনি আজ আরও একটি সফল অভিযান পরিচালনা করতে সক্ষম হয়েছেন।
অদ্য ১৬ই মে দুপুর আনুমানিক ০৩.০০ ঘটিকার সময় পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন আটখালী ইউনিয়নের তেতুলতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ০১(এক) জন মাদক (ইয়াবা) ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর মোঃ শাহীন(২৫), পিতাঃ শাহ আলম হরিদেপপুর, থানাঃ গলাচিপা।
উক্ত আসামী এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে বলিয়া র্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করে। ধৃত আসামীর নিকট হইতে ২০ (বিশ) পিচ কথিত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
উদ্ধারকৃত আলামতসহ গ্রপফতারকৃত আসামীকে জেলার গলাচিপা থানায় হস্তান্তর করা হয়। এ বিষয় র্যাব বাদী হয়ে গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।