December 23, 2024, 2:58 pm

র‍্যাব ফোর্সেস ডিজি মহোদয়ের পক্ষ হতে ঈদ উপহার বিতরণ।

Reporter Name
  • Update Time : Saturday, May 16, 2020,
  • 463 Time View

নিজেস্ব প্রতিবেদক।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গত ০১ নভেম্বর ২০১৮ তারিখে সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষণা করেন। এখন শান্তির সু-বাতাস বইছে সুন্দরবনে।

অপহরণ-হত্যা এখন তিরোহিত। জেলেদের কষ্টার্জিত উপার্জনের ভাগও কাউকে দিতে হচ্ছে না। মাওয়ালী, বাওয়ালী, বনজীবী, বন্যপ্রাণী এখন সবাই নিরাপদ। নির্ভয়ে নির্বিঘ্নে আসছে দর্শনার্থী-পর্যবেক্ষক এবং জাহাজ বণিকেরা। এভাবেই সরকারের দূরদর্শিতায় সুন্দরবন কেন্দ্রিক অর্থনৈতিক গতিশীলতার ব্যাপক সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। মূলতঃ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব, দিক নির্দেশনা ও পৃষ্ঠপোষকতা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং র‍্যাবের সক্রিয় অংশগ্রহণে সুন্দরবন আজ জলদস্যু মুক্ত।

বর্তমানে আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। সরকারের পক্ষ থেকে আত্মসমর্পনকারী সকল জলদস্যু/বনদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতিত অন্যান্য সকল সাধারন মামলা সহানুভূতি সহকারে বিবেচনার বিষয়টি চলমান রয়েছে।

এছাড়া র‍্যাব ফোর্সেস ডিজি মহোদয়ের পক্ষ হতে জলদস্যুদের পূর্ববর্তী দক্ষতা অনুযায়ী এবং ক্ষেত্র বিশেষ নতুন করে সরকারি বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষিত করে নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় আত্মসমর্পণকারী কর্মহীন জলদস্যুদের সাহায্যার্থে এবং আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে অদ্য ১৬ মে ২০২০ তারিখে র‍্যাব ফোর্সেস ডিজি মহোদয়ের পক্ষ হতে র‍্যাব-৮, বরিশালে আত্মসমর্পণকৃত ২৭ টি বাহিনীর ২৮৪ জন জলদস্যুকে ঈদ উপহার প্রদান করা হয়েছে। তন্মধ্যে বাগেরহাট সদর ৭৯ জনকে ঈদ উপহার প্রদান করেন।

র‍্যাব-৮ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম, বিপিএম ও অপস্ অফিসার এএসপি মুকুর চাকমা। বাগেরহাট জেলার মংলায় ১০০ জনকে ঈদ উপহার প্রদান করেন র‍্যাব-৮ এর স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ ইফতেখারুজ্জমান ও এএসপি সঞ্জয় কুমার সরকার। খুলনা ৪০ জনকে ঈদ উপহার প্রদান করেন র‍্যাব-৮ এর ‘ল’ অফিসার এএসপি মোঃ আদনান মুস্তাফিজ। সাতক্ষীরা সদর ও মুন্সিগঞ্জে ৬৫ জনকে ঈদ উপহার প্রদান করেন র‍্যাব-৮ এর স্কোয়াড কমান্ডার এএসপি মাহিদুল হাসান।

ভবিষ্যতেও র‍্যাব-৮ এর এ ধরনের জনকল্যানমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে। চাল,ডাল,তেল, লবন, সাবান,সেমাই, দুধ সহ প্রয়োজনীয় সামগ্রী, ত্রান সহয়তা পেয়ে খুশি হয়েছে এক সময়ের জনদস্যু, বর্তমানে সাভাবিক জীবনে ফিরে আসা সেই সকল মানুষগুলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71