December 23, 2024, 11:52 am

গলাচিপায় বিশিষ্ট সমাজসেবক মিশন তালুকদারের উদ্যোগে ইফতারি বিতরণ।

Reporter Name
  • Update Time : Saturday, May 16, 2020,
  • 401 Time View

গলাচিপায় বিশিষ্ট সমাজসেবক মিশন তালুকদারের উদ্যোগে ইফতারি বিতরণ

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী।

পবিত্র মাহে রমজান উপলক্ষে গলাচিপা ইউনিয়নে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ইফতারি করার ব্যাবস্থা করেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ মশিউর রহমান মিশন তালুকদার।

গলাচিপা উপজেলার গলাচিপা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মরহুম মোঃ আবুল হোসেন তালুকদারের ছেলে তরুন সমাজসেবক ব্যবসায়ী মশিউর রহমান মিশন তালুকদার ব্যক্তিগতভাবে এই উদ্যোগ গ্রহণ করে গলাচিপা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে গতকাল সন্ধ্যায় প্রায় ৩শত রোজাদারদের ইফতারি করান।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল হক তালুকদার, মোঃ শাহআলম তালুকদার, মোঃ চুন্নু তালুকদার, মোঃ মনসুর মৃধা, মোঃ মিল্টন তালুকদার, মোঃ হিরোন তালুকদার, মোঃ মামুন দফাদার, মোঃ মোশারেফ, মোঃ জি এম তালুকদার, মোঃ হিরা তালুকদার প্রমুখ।

বিশিষ্ট সমাজ সেবক মোঃ মশিউর রহমান মিশন তালুকদার বলেন, এই করোনা ভাইরাসের দুঃসময়, দুর্দিন, আপদ-বিপদে যিনি পাশে থাকেন তিনিই প্রকৃত বন্ধু। তিনি বলেন, আল্লাহতায়ালা দুনিয়াতে ধনী, দরিদ্র, ছোট-বড় ব্যবধান সৃষ্টি করে মানুষের প্রতি মানুষের মমত্ববোধ, দরদ ও কর্তব্য সম্পর্কে পরীক্ষা দেয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। বিত্তবানদের নিকট বিত্তহীনদের অধিকার নির্দিষ্ট করে দিয়েছে সৃষ্টিকর্তা। গরীবের হক ধনীদের উপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71