আশনা হাবিব ভাবনা একজন অভিনয়শিল্পী। লেখক হিসেবেও পরিচিতি আছে তার। ‘গুলনেহার’ ও ‘তারা’ নামে দুটি উপন্যাস প্রকাশিত হয়েছে।
উপন্যাসের পর এবার কবিতার বই নিয়ে পাঠকদর সামনে হাজির হচ্ছেন মডেল ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তার বইয়ের নাম ‘রাস্তার ধারের গাছটির কোনো ধর্ম ছিলো না’। এবারের বইমেলায় পাঠক সমাবেশ থেকে প্রকাশিত হবে। বইয়ে স্থান পেয়েছে মোট ৫০টি কবিতা।
প্রথম কবিতার বই নিয়ে নিজের অনুভূক্তি ব্যক্ত করতে গিয়ে ভাবনা বলেন, প্রথম কবিতার বই প্রকাশ হতে যাচ্ছে, এটা ভেবে আমি দারুণ উচ্ছ্বসিত। নিজের অনুভূতি কাব্যের মধ্য দিয়ে প্রকাশ করার চেষ্টা করেছি বিভিন্ন সময়। তেমনি ৫০টি কবিতা নিয়ে আমার এই সংকলন। আশা করছি, কবিতাগুলো পাঠকের মনে নাড়া দেবে।
এবারের বইমেলায় ‘গোলাপী জমিন’ নামে তার আরও একটি নতুন উপন্যাস প্রকাশিত হবে।