জাপানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ২ দশমিক ৭ শতাংশ বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। গেল বছর এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১৫টি দেশ স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তির ফলাফল হিসেবে জাপানের এ অর্থনৈতিক প্রবৃদ্ধির আশা করা হচ্ছে।
গেল নভেম্বরে স্বাক্ষরিত আরসিইপি চুক্তি অনুযায়ী, জাপানের ৯১ শতাংশ পণ্যের ওপর থেকে শুল্ক কমছে। বিনিয়োগ এবং ই-কমার্সের জন্য নির্দিষ্ট নিয়ম তৈরি হয়েছে।
ফলে এ অঞ্চলের সরবরাহ চেইনে শৃঙ্খলা ফিরেছে এবং তা ব্যবসার জন্য আরো কার্যকর হয়েছে। জাপান সরকার ধারণা করছে, এর ফলে তার দেশে অন্তত ৫ লাখ ৭০ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।