পটুয়াখালীর মহিপুর ইউনিয়নে ভিজিডি কার্ডধারী ২৬৫ পরিবারের মাঝে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়ছে ।
সোমবার (৩১ মার্চ) সদর ইউনিয়ন পরিষদে সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃফজলু গাজী ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি বাদল চন্দ্র দে ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর রাজ্জাক ,ইউপি সদস্য জাহিদুল ইসলাম সেলিম মামুন হাওলাদার, জামাল হোসেন হাওলাদার, ইব্রাহিম, সিরাজুল ইসলাম, আনোয়ার হোসেন এছাড়াও সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য সন্ধ্যা রানি দাস, মিনারা বেগম, ও ছকিনা বেগম প্রমূখ।
উপজেলা মহিলা বিষয়ক দফতর সূত্রে জানা গেছে, মহিলা বিষয়ক অধিদফতরের অধীনে উপজেলার প্রতিটি ইউনিয়নে আজ একযোগে বিগত ৩ মাসের প্রতি মাসে ৩০ কেজি করে মোট ৯০ কেজি চাল বিতরণ করা হচ্ছে। এসব কার্ডধারী একেকটি পরিবার টানা দুই বছর প্রতিমাসে ৩০ হারে চাল পাবেন।