নিজেস্ব প্রতিবেদক।
র্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) ও জেলা প্রশাসন, পটুয়াখালী এর যৌথ উদ্যোগে অদ্য সন্ধ্যা আনুমানিক ০৭.০০ ঘটিকা হইতে রাত ১০.০০ ঘটিকা পর্যন্ত পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সরকার কর্তৃক ঘোষিত সময়ের অতিরিক্ত সময় দোকান খোলা রাখার অভিযোগে চায়ের দোকানদার মাঃ হানিফ (২২), মাদার বুনিয়া, পটুয়াখালীক ৫০০/- টাকা, মিষ্টির দোকানদার পলাশ দাস (৪০),পুরান বাজার,পটুয়াখালীক ১,০০০/- টাকা, সুলতান টি ষ্টোর রাজিয়া সুলতান (২৫) পটুয়াখালীকে ২০০/- টাকা, চায়ের দোকানদার মোঃ শামসুল হক (৬৫), পটুয়াখালীকে ২০০/- টাকা,চালের দোকানদার মোঃ জাকারিয়া (২৩), পটুয়াখালীকে ১,০০০/- টাকা, মুদির দোকানদার মোঃ রফিকুল ইসলাম পটুয়াখালীকে ৩,০০০/- টাকা সহ সর্বমাট ৫,৯০০/- টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মানশ চদ্র দাস সহকারী কমিশনার, মোঃ এরফান উদ্দিন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রুনাল্ট চাকমা, জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী এবং জেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ মহিউদ্দিন আল মাসুদ উপস্তি ছিলেন। সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন, ২০১৮ এর ২৫(খ) ধারা মোতাবেক অর্থদন্ড প্রদান করা হয় ।