সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)
প্রতিনিধি।পটুয়াখালী জেলা রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরবেস্টিন বাজারে এক মানসিক ভারসাম্যহীন (পাগলী) সন্তান প্রসব করেছেন। দীর্ঘদিন যাবৎ ওই মহিলা চরবেস্টিন বাজার এলাকা ঘুরাঘুরি করতেন। রবিবার সকাল ১১টায় বাজারের একটি দোকানের পাশে মেয়ে সন্তান প্রসব করেন ওই নারী।
স্হানীয়রা জানান, বেস্টিন এলাকায় দীর্ঘদিন যাবৎ ঘুরাঘুরি করতো মানসিক ভারসাম্যহীন (পাগলী) এক নারী। সম্প্রতি ওই নারী গর্ভবতী হলে বিষয়টি স্হানীয়দের নজরে আসে। তারা জানান বিষয়টি খুবি ন্যাক্কারজনক। স্হানীয় ইউপি সদস্য মো.আনোয়ার মিয়া জানান, রবিবার সকাল ১১ টায় বেস্টিন বাজারে রিপন ডাক্তারের দোকানের পাশেই মানসিক ভারসাম্যহীন (পাগলী) সন্তান প্রসব বেদনায় চিৎকার করেন। এসময় আশ-পাশের মহিলাদের ডাকাডাকি করলে মহিলারা এসে সেখানেই ওই নারীর সন্তানটি প্রসব করায় । পরে তিনি (ইউপি সদস্য) বিষয়টি চরমোন্তাজ তদান্তকেন্দের পুলিশকে জানালে তাৎক্ষণিক পুলিশ এসে ওই মানসিক ভারসাম্যহীন নারীকে ও তার শিশু সন্তানকে স্থানিয় বাসিন্দা মো.মীর কাশেমের জিম্মে দিয়েযান।
চরমোন্তাজ পুলিশ তদান্তকেন্দের ইনচার্জ মো.বেল্লাল হোসেন বলেন,খবর পেয়ে আমরা সেখানে যাই বর্তমানে মা ও শিশুটি সুস্থ রয়েছেন। তিনি জানান, স্হানীয়রা অনেকেই বাচ্চাটিকে নিতে আগ্রহ প্রকাশ করেন। পুলিশ আপাতত বাচ্চাটিকে স্হানীয় মো.মীর কাশেম (৬৫) নামে এক ব্যাক্তির জিম্মে দিয়েছেন।