আসন্ন রমজান এবং লকডাউনকে কেন্দ্র করে বরিশালের বাজারে হুমড়ি খেয়ে পড়েছেন ক্রেতারা। লকডাউনে কি পরিস্থিতি হয় এমন আশঙ্কায় গতকাল শনিবার সরকারি ঘোষণার পরপরই বাজারমুখী হয় ক্রেতারা।
আজ রোববার মুদী বাজার ও কাঁচা বাজারে আরও উপচেপড়া ভীর লক্ষ্য করা গেছে। কে কার আগে বাজার সদাই নেবেন এমন প্রতিযোগীতা চলছে বাজারে।তবে মূল্য বৃদ্ধির কোন অভিযোগ পাওয়া যায়নি। বাজারে পন্যের যথেস্ট সরবরাহ রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে কোন ধরনের গুজবে কান না দিয়ে অতিরিক্ত পণ্য কেনা থেকে বিরত থাকার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।
পবিত্র শবে-ই বরাতের পরই রমজানমুখী কেনাকাটা শুরু করেন ক্রেতারা। তবে গত শনিবার সরকারি ঘোষণায় আগামীকাল সোমবার থেকে সারা দেশে লকডাউনের সিদ্ধান্ত জানানোর পর বাজারে হুমড়ী খেয়ে পড়েছেন ক্রেতারা।
একে তো রমজান আসন্ন, তার উপর আবার লকডাউন তাই সামনে কি পরিস্থিতি অপেক্ষা করছে তা নিয়ে সন্দিহান ক্রেতারা। তাই আর দেরী না করে মুদি ও কাঁচা বাজার থেকে যে যা পারছেন কিনছেন। প্রয়োজনের চেয়েও বেশী পণ্য কিনছেন অনেকে।
এ কারণে বাজারে প্রচুর ভীর লক্ষ্য করা গেছে। অতিরিক্ত ভীরের কারণে বাজারে স্বাস্থ্য বিধি উপেক্ষিত হয়েছে চরমভাবে। তবে বাজারে কোন নিত্য পন্যের ঘাটতি নেই বলে দাবি ব্যবসায়ীদের।ক্রেতারা হুজুগে কেনাকাটা করছেন দাবি তাদের।
বাজারে অতিরিক্ত ভীর সামলাতে এবং অতিরিক্ত কেনাকাটা ঠেকাতে নজরদারী করছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।