কালবৈশাখী ঝড় ও গরম বাতাসে কিশোরগঞ্জ ও গোপালগঞ্জে কয়েক হাজার হেক্টর বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকরা জানান, এক রাতেই জমির ধান সবুজ থেকে সাদা হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে ধানের শীষ। এতে দিশেহারা হয়ে পড়েছেন তারা। সংশ্লিষ্টরা বলছেন গরম বাতাসের কারণেই ধানের এ অবস্থা হয়েছে।
এ চিত্র কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়টুটী ইউনিয়নের হুলিয়া হাওরের। রোববার রাতের কালবৈশাখী ঝড় ও গরম বাতাসে এ হাওরের বেশিরভাগ বোরো জমির ধান সাদা হয়ে গেছে। শুধু রায়টুটী ইউনিয়ন নয় কিশোরগঞ্জের ১৩ উপজেলার ২৫ হাজার হেক্টর বোরো ধানের ক্ষতি হয়েছে।
কৃষকরা জানান, লাভের আশায় ধার দেনা করে বোরো ধানের আবাদ করেছেন তারা । এখন লাভ তো দুরের কথা ফসল হারিয়ে উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা
সংশ্লিষ্টরা জানান, কিশোরগঞ্জের ১৩ উপজেলায় প্রায় ২৫ হাজার হেক্টর বোরো জমির ধান সাদা হয়ে গেছে।
একই চিত্র গোপালগঞ্জের ৪টি উপজেলার অন্তত ১০টি ইউনিয়নের। ঝড় ও গরম হাওয়ায় এখানকার বোরো ধানের সবুজ শীষ সাদা হয়ে সব চিটায় পরিণত হয়েছে। কষ্টে ফলানো সোনার ফসল হারিয়ে দিশেহারা এ অঞ্চলের কৃষকরা।
কৃষি কর্মকর্তারা জানান, গরম বাতাসে টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী ও সদর উপজেলার বোরো ধানের বেশ ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ নিরুপণে এরই মধ্যে কর্মকর্তারা মাঠে কাজ শুরু করেছে ।
গোপালগঞ্জে চলতি মৌসুমে ৭৮ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে।