সুনামগঞ্জের জামালগঞ্জে ছনুয়ার হাওরে বোরে ধান কাটা উৎসবের শুরু হয়েছে। আজ শুক্রবার সকালে ছনুয়ার হাওরে জামালগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে বোরো ধান কাটা উৎসবের শুরু করা হয়।
ছনুয়ার হাওরের বোরো ধান কাটা উৎসবের উদ্বোধন করেন,সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোছা.শামিমা আক্তার খানম।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব ইকবাল আল আজা, নির্বাহী অফিসার বিশ্বজিত দেব প্রমুখ।