আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যৌক্তিক খুচরা মূল্য নির্ধারণ করেছে কৃষি বিপণন অধিদফতর।
দরজায় কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান। আর এই রমজানে ভোক্তারা যাতে ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারেন সেজন্য খুচরা মূল্য নির্ধারণ করেছে কৃষি বিপণন অধিদফতর।
সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ আজ সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। রাজধানীর কৃষি বিপণন অধিদফতর কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বেঁধে দেওয়া মূল্য অনুসারে প্রতি কেজি পেঁয়াজের দাম ৪০ টাকা, চিনি ৬৭ টাকা এবং সয়াবিন তেল লিটারে ১৩৯ টাকা দরে বিক্রি করতে হবে।