করোনাভাইরাসের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ব্রাজিলের অবস্থান একদম ওপরের দিকেই। বৈশ্বিক মহামরির আঁচ পড়েছে দেশটির অর্থনীতিতেও।
এই পরিস্থিতির মধ্যেই এক দারুণ দৃষ্টান্ত স্থাপন করলেন নেইমার। সুবিধাবঞ্চিত তিন হাজার শিশুর দেখভালের জন্য একটি ইন্সটিটিউট প্রতিষ্ঠা করেছিলেন তিনি। গত বছরের মার্চ থেকে প্রতিষ্ঠানটি বন্ধ থাকলেও সেখানের কোন কর্মীকেই চাকরি হারাতে হয় নি। বরং প্রতিমাসে পুরো বেতনই পেয়েছেন।
পিএসজি তারকা নেইমারের বাবা ও তার এজেন্ট নেইমার সিনিয়রের বরাতে এমন খবর দিয়েছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা।
তিনি বলেছেন, ‘আমার পরিবার ও আমি প্রতিষ্ঠানটির দেখভাল করছি। যে ১৪২ জন কর্মী আছে, তারা সম্পূর্ণ বেতনসহ অন্যান্য ভাতাও পুরোপুরি পাচ্ছে। অতিমারি যতদিনই চলুক না কেন, যারা আমাদের প্রতিষ্ঠানে কাজ করে তাদের চাকরি ও ভাতার নিশ্চয়তা দিচ্ছি আমরা।’
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ব্রাজিলের প্রেইয়া গ্রান্দে অঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছে নেইমার জুনিয়র ইনস্টিটিউট। তবে করোনাভাইরাসের কারণে প্রতিষ্ঠানটি কার্যক্রম চালিয়ে যেতে পারে নি।
ধারণা করা হচ্ছে, কর্মীদের বেতন দিতে প্রতি মাসে প্রায় ৯০ হাজার ইউরো করে খরচ হচ্ছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯১ লাখ ৩৯ হাজার টাকা।