December 25, 2024, 5:47 am

কলাপাড়ায় মুক্তিযোদ্ধার ছেলের সংবাদ সম্মেলন।

Reporter Name
  • Update Time : Tuesday, May 19, 2020,
  • 153 Time View

কলাপাড়ায় মুক্তিযোদ্ধার ছেলের সংবাদ সম্মেলন।

(পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় মুক্তিযোদ্ধার ছেলে জাকির হোসেন তার আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে। মঙ্গলবার সন্ধ্যায় কলাপাড়া রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে এ সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্য পাঠ করে তার মেঝ ছেলে রাসেল। লিখিত বক্তব্যে তিনি বলেন, পিতার মৃত্যুর পরেও দীর্ঘদিন যাবত জমি-জমা ও সরকারি ভাতা, অনুদানসহ যাবতীয় সুযোগ সুবিধা আইয়ুব আলী বাচ্চু খান ও মো.জহির খান ভোগ দখল করে আসছে। তাছাড়া ইতোপূর্বে পারিবারিক কোন্দোলের কারনে আমরা কলাপাড়া থানায় মামলা করলে মো.জহির খান দীর্ঘদিন হাজত বাস করেন। পরবর্তীতে জহির খানের ছেলে শাকিল খান ও আইয়ুব আলী বাচ্চু খানের ছেলে মিজানুর রহমান আমাদের সম্পত্তি অন্যায় ভাবে গায়ের জোরে দখল করিতে চাইলে প্রতিবাদ করলে তারা আমাদের মারধর সহ আমাদের বিরুদ্ধে কাল্পনিক ঘটনা সাজিয়ে আমি, আমার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে ইতোপূর্বে মহিপুর থানায় মামলা দায়ের করেন। উক্ত মামলায় আমরা হাজতবাস করে ১৮ মে ২০২০ তারিখে জামিনে মুক্তি পাই। আমরা বাড়িতে আসার পরে আমার ভাইয়েরা আমাদের বিরুদ্ধে মিথ্যা ঘটনা সাজিয়ে নিজেদের ঘরবাড়ি নিজেরা কুপিয়ে ভাংচুর করে মিথ্যা মামলা দেওয়ার পরিকল্পনাসহ বিভিন্ন পত্র-পত্রিকা, অনলাইনে মিথ্যা ঘটনা প্রকাশ করে আমাদের মানসম্মান হেয় প্রতিপন্নসহ মিথ্যা মামলা দেওয়ার পরিকল্পনা করছে। অযথা হয়রানি থেকে বাঁচার জন্য আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
১৯-০৫-২০২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71