পটুয়াখালীর গলাচিপায় বুধবার করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে গোলখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মনির হাওলাদার এর উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মাস্ক বিতরণ করেন। ২ নম্বর ওয়ার্ডের অস্বচ্ছল মানুষের মধ্যে ৩ শত মাস্ক বিনামূল্যে বিতরণ করা হয়।
এর পাশাপাশি জনসাধারণকে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলার জন্য সতর্ক করেন। এ বিষয়ে ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগ নেতা মনির হাওলাদার প্রতিবেদককে বলেন, আমার ওয়ার্ডে হত দরিদ্রদের মাঝে মাস্ক বিতরণ করেছি। সবাই যেন সামাজিক দূরত্ব বজায় রাখে এ ব্যাপারে সবাই সচেতন করেছি। সরকারের ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলেছি।