মু,হেলাল আহম্মেদ(রিপন)পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার সদর দঃ সবুজবাগ এলাকার মৃত্যু মোঃ নাজেম আলী প্যাদার রুহের মাগফিরাত কামনায়
মৃতের ছোট মেয়ে মোসাঃ শাহীনুর আক্তার(আখি) নিজ উদ্যোগে নিজের জন্মস্থানে কর্মবিমুখ জনগোষ্ঠী (৫৫) পরিবারের মাঝে ঈঁদ খাদ্য সামগ্রী বিতরন করেন।
অদ্য ২০ মে রোজবুধবার বিকাল ৫.৩০ মিনিটের সময় পটুয়াখালীর দক্ষিন সবুজবাগ প্যাদা বাড়ীর সামনে এ কাজ সম্পূর্ণ করেন।
এসময় উপস্থিত ছিলেন,পটুয়াখালী জেলার প্রিন্ট মিডিয়ার দৈনিক বরিশাল সমাচার জেলা প্রতিনিধি,ও এন,পি,এস মানবাধিকার সংস্থার জেলা সেক্রেটারি মোঃ হেলাল আহম্মেদ(রিপন) এবং জাতীয় গণকন্ঠের পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ এইচ,এম, মোসারেফ হোসেন (সুজন), দৈনিক ভোরের কন্ঠের পটুয়াখালী জেলা প্রতিনিধি আব্দুল্লাহ-আল-মামুন,এবং পটুয়াখালী সদর ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ খলিলুর রহমান খলিল
উক্ত ঈঁদ সামগ্রী বিতরনের সময় সার্বিক সহযোগীতায় ছিলেন,মোঃ সহীদ প্যাদা,মোঃ জামাল হোসেন,মোঃ মোজাম্মেল,মোঃআলাউদ্দীন মোঃ আকাশ,মোঃ বশির আহম্মেদ,মোঃরূিদয় ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় ঈঁদ সামগ্রীতে সেমাই, চিনি,দুধ,ট্যাংক,বাদাম,কিসমিস,দারচিনি,এলাচি
এসময় মোসাঃ শাহীনুর আক্তার আখি তার মৃত্যু বাবার রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেন,এবং সমাজের সচ্ছল ব্যক্তিদের দেশের দূর্যোগ মুহুর্তে করোনা ভাইরাস ও ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় সকলকে এগিয়ে আসার আহব্বান জানান।