December 23, 2024, 5:50 pm

আগারগাঁওয়ে চেকপোস্টে তল্লাশিকালে ‘গোলাগুলি’, নিহত ১

Reporter Name
  • Update Time : Thursday, May 21, 2020,
  • 133 Time View

রাজধানীর আগারগাঁওয়ে লিংক রোডে চেকপোস্টে তল্লাশির সময় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘গোলাগুলির’ ঘটনা ঘটেছে। এতে এক বন্দুকধারী নিহত হয়েছেন।

নিহতের নাম মো. কবির হোসেন (৪৫)। তার বাড়ি গাজীপুরের শ্রীপুরে।

র‌্যাবের ভাষ্য, নিহত কবির মাদক ও অস্ত্র ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ৩০ হাজার পিস ইয়াবা, গুলিসহ বিদেশি অস্ত্র ও ব্যবহৃত মোটরসাইকেল। এ ঘটনায় দুই র‌্যাব সদস্য আহত হন।

র‌্যাব-২ এর স্পেশাল কোম্পানি কমান্ডার এসপি মহিউদ্দিন ফারুকী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় পঙ্গু হাসপাতালের সামনের সড়কে চেকপোস্ট চলছিল। বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে একটি মোটরসাইকেলযোগে শ্যামলী দিক থেকে দুজন আসে। চেকপোস্টের ঠিক আগে র‌্যাবের উপস্থিত টের পেয়ে একজন নেমে যায়। এরপর হঠাৎ মোটরসাইকেল থেকে র‌্যাব সদস্যদের ওপর গুলিবর্ষণ শুরু করে।’

‘আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও গুলি বর্ষণ করে। গুলি বিনিময় দুই র‌্যাব সদস্য আহত হন। ঘটনাস্থলে একজনকে পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

‘পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও সার্চ করে পরিচয় নিশ্চিত হওয়া যায়। নিহতের নাম মো. কবির হোসেন। তার বাড়ি গাজীপুরের শ্রীপুরে। তার বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা ১৩টি মাদক ও অস্ত্র মামলার তথ্য নিশ্চিত হয়েছি।’

‘ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত দুই র‌্যাব সদস্যকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে’,- বলছিলেন এসপি মহিউদ্দিন ফারুকী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71