গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা মোসা. রেণু আক্তারের (৬৫) দাফন শুক্রবার সম্পন্ন হয়েছে।
রেণু আক্তার বৃহস্পতিবার ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বিশিষ্ট আইনজীবী আক্তার উজ-জামানের স্ত্রী ও বিশিষ্ট ব্যবসায়ী ফকরুল ইসলাম মুকুলের মাতা। মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় প্রথম জানাজা, শুক্রবার গলাচিপার জৈনপুরী খানকায় দ্বিতীয় জানাজা এবং মরহুমার নিজ বাড়ি ডাকুয়ায় তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়। তঁার মৃত্যুতে সংসদ সদস্য এসএম শাহজাদা, উপজেলা চেয়ারম্যান মু. শাহীন শাহ, পৌর মেয়র আহসানুল হক তুহিনসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা গভীর শোক প্রকাশ করেন।