নিজেস্ব প্রতিবেদক।
র্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) ও জেলা প্রশাসন, পটুয়াখালী এর যৌথ উদ্যোগে অদ্য সকাল আনুমানিক ১১.০০ ঘটিকা হতে দুপুর ০২.০০ ঘটিকা পর্যন্ত পটুয়াখালী সদর এর নিউ মার্কেট এবং পুরান বাজার এলাকায় অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে
মোঃ মোশারফ হোসেন (২৮), পিতা- সুলতান মধা, সাং-পুরান বাজার,পটুয়াখালীকে ৫,০০০/- টাকা,মোঃ জাহিদুল ইসলাম (৩২), পিতা-শাহজাহান মৃধা, সাং-পুরান বাজার, পটুয়াখালীকে ২,০০০/- টাকা, মারিয়া আক্তার (৩০), পিতা- মোঃ হারুন অর রশিদ, সাং- কুরি পাইকা, সদর,পটুয়াখালীকে ১,০০০/-, মোঃ অইয়ুব হোসেন (৩০), পিতা- আঃ রহমান, সাং-নিউ মার্কেট, পটুয়াখালীকে
৫,০০০/- টাকা, অনির্বান মন্ডল (২৮), পিতা- অনিল মন্ডল নিউ মার্কেট,-পটুয়াখালীকে ৬০০/- টাকা, মোঃ সাকিদ (৩২), পিতা- মৃত মোতাহার হোসেন,-নিউ মার্কেট,পটুয়াখালীকে ৫,০০০/- টাকা, মোঃ জাকির হোসেন (৩৮), পিতা-খাদেম আলী,-নিউ মার্কেট,-পটুয়াখালীকে ৫,০০০/- টাকা, মাহমুদুল হাওলাদার (৩০), পিতা- ইউসুফ আলী,-নিউ মার্কেট, পটুয়াখালীকে
২০,০০০/- টাকা, মোঃ বাচু (২৯), পিতা-খলিল শরিফ,-নিউ মার্কেট-পটুয়াখালীকে ৬,০০০/- টাকা সহ সর্বমোট ৪৯,৬০০/- টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মানশ চদ্র দাস সহকারী কমিশনার, নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনাল্ট চাকমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট
মোঃ গোলাম সরওয়ার সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী এবং জেলা স্যানটারী ইন্সপক্টর মোঃ মহিউদ্দিন আল মাসুদ উপস্তিত ছিলেন। সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন, ২০১৮ এর ২৫(খ) ধারা মোতাবেক অর্থদন্ড প্রদান করা হয় ।