সজ্ঞিব দাস,গলাচিপা (পটুয়াখালী)।
করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় গলাচিপা উপজেলায় ১২ টি ইউনিয়ন ১ টি পৌরসভায় মোট ৪ শত ৩৯ টি এতিম শিশুদের পরিজনদের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে, ইসলামিক রিলিফ বাংলাদেশ এর সহায়তায় ২১ মে বৃহস্পতিবার গলাচিপা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে খাদ্য ও ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুঃ শাহিন শাহ্।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার শাহ মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক
রিলিফ বাংলাদেশ গলাচিপা শাখা এর প্রোগ্রাম অফিসার রেখা ইয়াসমিন।
এ ছারা উক্ত ত্রান কার্যে, স্কুলের প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন। সংস্থার সূত্রে জানা যায় যে, প্রতি এতিম শিশু পরিবারকে ১৮ কেজি চাল,৩ কেজি ছোলা ডাল , ২ লিটার তেল , চিনি ৩ কেজি, ২ মশুরি ডাল সহ মোট ২৮ কেজি খাদ্য সহায়তা প্রদান করেন। উপজেলা চেয়ারম্যান ও নিবার্হী অফিসার ইসলামিক রিলিফ বাংলাদেশকে, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ থেকে কৃতজ্ঞতা সাথে ধন্যবাদ জানান।