December 23, 2024, 7:47 am

মালয়েশিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত ভারতীয় যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : Thursday, January 30, 2020,
  • 407 Time View

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মানির (৩৩) নামে এক ভারতীয় যুবকের মৃত্যু হয়েছে। তিনি ত্রিপুরার বাসিন্দা ছিলেন। মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

তিনি মালয়েশিয়ায় একটি রেস্টুরেন্টে কাজ করতেন। সেখানেই করোনাভাইরাসে আক্রান্ত হন।

বুধবার সকালে মালয়েশিয়া কর্তৃপক্ষ মনিরের পরিবারকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

তার পরিবার জানিয়েছে, ২০১৬ সালে বিয়ে করেন মনির হোসেন। কাজের সন্ধানে তিনি ২০১৮ সালে মালয়েশিয়ায় যান। তখন থেকে একটি রেস্তোরাঁয় কাজ করতেন। মনির হোসেন দক্ষিণ-পূর্ব ভারতের প্রথম বাসিন্দা যিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন। তার মরদেহ দেশে আনতে কেন্দ্রের সাহায্য চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বলা হচ্ছে, মালয়েশিয়া সরকার তাদের কিছু জানায়নি। মনির হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই আগরতলা বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। বসানো হয়েছে মেডিকেল টিমও।

tmnews71.com

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71