গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন – মুবিন শিকদার (২০) ও স্বাধীন শিকদার (১৭)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
নিহত মুবিন শিকদার উপজেলার ঘাঘরকান্দা গ্রামের ফারুক শিকদারের ছেলে ও স্বাধীন শিকদার বর্ষাপাড়া গ্রামের মিরাজ শিকদারের ছেলে।
বুধবার বিকেলে গোপালগঞ্জ–কোটালীপাড়া সড়কের তারাশী বাসস্ট্যান্ডে একটি ইজিবাইককে জায়গা দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুবিন শিকদারকে মৃত ঘোষণা করেন এবং স্বাধীন শিকদার রাত ১০টার দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।